পিয়ারএক্সের মাইলফলক নিয়ে গণমাধ্যমে যত সংবাদ

৬ নভেম্বর, ২০১৯ ১৭:১৪  
দেশজুড়ে ইন্টারনেট ব্যবহারে প্রতি সেকেন্ড ১০০ জিবিপিএস (গিগাবিট পার সেকেন্ড) ডেটা ব্যবহারের মাইলফলক অতিক্রম করেছে ইন্টারনেট গেটওয়ে পিয়ারএক্স নেটওয়ার্ক লিমিটেড। দেশে ব্যবহৃত প্রায় এক হাজার জিবিপিএস ইন্টারনেটের মধ্যে চতুর্থ আইআইজি হিসেবে এ মাইলফলক ছুঁয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন হলে ১০০ জিবিপিএস পৌঁছানোর সাফল্য উপলক্ষে উৎসব উদ্‌যাপন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে বিভিন্ন আইআইজি, আইএসপি, এনটিটিএন অপারেটরসহ ব্রডব্যান্ড ইন্টারনেট খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পিয়ারএক্স নেটওয়ার্ক লিমিটেডর এই মাইলফলক নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আসে। নিম্নে সকল গণমাধ্যমে আসা সংবাদের অংশবিশেষ তোলা ধরা হলো। ১. প্রথম আলো : ১০০ জিবিপিএসের মাইলফলকে পিয়ারএক্স ২. সমকাল :  ১০০ জিবিপিএসের মাইলফলকে পিয়ারএক্স ৩. যুগান্তর : ১০০ জিবিপিএসের মাইলফলকে পিয়ারএক্স নেটওয়ার্ক  ৪. ইত্তেফাক : ১০০ জিবিপিএসের মাইলফলকে পিয়ারএক্স নেটওয়ার্ক ৫. সময় নিউজ : ১০০ জিবিপিএসের মাইলফলকে পিয়ারএক্স নেটওয়ার্ক ৬. বাংলাদেশ প্রতিদিন : ১০০ জিবিপিএসের মাইলফলকে পিয়ারএক্স নেটওয়ার্ক ৭. বিডি২৪ লাইভ : ১০০ জিবিপিএসের মাইলফলকে পিয়ারএক্স নেটওয়ার্ক ৮. বিবার্তা২৪ : ১০০ জিবিপিএসের মাইলফলকে পিয়ারএক্স নেটওয়ার্ক ৯. ডেইলি বাংলাদেশ : ১০০ জিবিপিএসের মাইলফলকে পিয়ারএক্স নেটওয়ার্ক ১০. টেকজুম : ১০০ জিবিপিএসের মাইলফলকে পিয়ারএক্স নেটওয়ার্ক ১১. রাইজিং বিডি : ১০০ জিবিপিএসের মাইলফলকে পিয়ারএক্স নেটওয়ার্ক ১২. নতুন সময় :  ১০০ জিবিপিএসের মাইলফলকে পিয়ারএক্স নেটওয়ার্ক ১৩. বাংলা : ১০০ জিবিপিএসের মাইলফলকে পিয়ারএক্স নেটওয়ার্ক ১৪. অবজারভার :  Bangladeshi international internet gateway operator PeerEx Networks